
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে তিনটি গরুর বাছুর উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে অভিযান চালিয়ে বাছুরগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া বাছুরগুলোর মধ্যে একটি মাত্র পাঁচ দিনের, একটি এক মাস বয়সী এবং অপরটি এক বছরের। বিষয়টি নিশ্চিত করে এসআই শেখাব উদ্দিন সেলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—বাছুরগুলো বিক্রির উদ্দেশ্যে চুরি করে আনা হয়েছিল। তবে এখনো কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে গত সোমবার (২৭ অক্টোবর) ভোরে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিলন মাস্টারের বাড়ি থেকে মিলন দাম চৌধুরীর একটি গাভী চুরি হয়।
ভুক্তভোগী মিলন চৌধুরী জানান, “রাত ১১টায় গাভী গোয়ালঘরে ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালের দরজার থালা কেটে গাভীটি চুরি করে নিয়ে গেছে।”
তিনি আরও বলেন, “গাভীটি আমি স্থানীয় বট চৌধুরীর কাছ থেকে দুই বছর বর্গা নিয়ে পালন করছিলাম। এখন গাভী হারিয়ে বিপদে পড়েছি, নিজের চলাচলও কষ্টকর—ক্ষতির টাকা কীভাবে পুষিয়ে দেব জানি না।”