বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে গ্রাম পুলিশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গ্রাম পুলিশের নিয়মিত হাজিরা গ্রহণকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইউএনও ইউনিয়ন পর্যায়ের গ্রাম পুলিশদের জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম, গ্রাম আদালত কার্যক্রম, বিভিন্ন ভাতার উপকারভোগী যাচাই-বাছাই কার্যক্রমসহ সার্বিক বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।