
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে টিন শিট কাটার সময় গ্রাইন্ডার মেশিনের আগুনের ছিটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি দোকানে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বুড়ি পুকুরপাড় এলাকায় খাজা গ্লাস হাউস অ্যান্ড থাই অ্যালুমিনিয়ামের দোকানে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক মো. আলী আব্বাস জানান, গ্রাইন্ডার মেশিন দিয়ে টিন শিট কাটার সময় আগুনের ছিটা দোকানে রাখা রঙের ওপর পড়ে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে তার দোকানের দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ অলক চাকমা বলেন, গ্রাইন্ডার মেশিন দিয়ে কাজ করার সময় আগুনের ছিটা রঙের ওপর পড়ায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।