
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে খান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইলমা ও লাভ দি চিলড্রেনের আয়োজনে স্থানীয় সেবা খাতের তথ্য ও গবেষণা ভিত্তিক পরিবীক্ষণ, মূল্যায়ন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিআরডিবি হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা প্রকল্প কর্মকর্তা মো. মজিবুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণে দায়িত্ব পালন করেন প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা ও বিলকিস সুলতানা।
অনুষ্ঠানে ইলমা সমন্বয়কারী মো. ফোরকানসহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্লাব সংগঠনের নেতৃবৃন্দ, নারী নেত্রী ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।