বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী শাকপুরা খাদে মিলল আব্দুর সবুর(৯০) নামের এক বৃদ্ধের মরদেহ।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় উপজেলার পশ্চিম শাকপুরা শাহ আমানত জামে মসজিদ এলাকার একটি খালের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
নিহত আব্দুর সবুর উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তুফান আলী মুন্সির বাড়ির মৃত খলিলুর রহমানের ছেলে।নিহত আব্দুর সবুরের দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।
স্থানীয়রা জানান, আব্দুর সবুর লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতেন এবং প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিদিনের মতো তিনি ‘মনার বাপের টেক’ এলাকায় হাঁটতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা মসজিদের পাশে খাদে তার মরদেহ দেখতে পান।
বিষয়টি নিশ্চিত করে শাকপুরা ইউনিয়ন পরিষদের সদস্য মোজাম্মেল হক বলেন, “বৃদ্ধ সবুর প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন। পরে আর ফিরে আসেননি। সন্ধ্যায় তার মরদেহ খালের পাশে পাওয়া যায়।”