বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে পূর্ব গোমদন্ডী বুড়িপুকুর পাড়স্থ সিএনজি চালক, ব্যবসায়ী ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) স্মরণে আতায়ে রাসুল খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতী আজমীরী এর বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রেললাইন সংলগ্ন মাঠে খাজা গরীবে নেওয়াজ ভক্ত ও ওরশ কমিটির ব্যবস্থাপনায় সৈয়দ আজমের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় মিজবাহ উদ্দীনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর বুড়া মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আব্দুল মোত্তালিব, প্রধান ওয়ায়েজ ছিলেন মুজাহীদ চৌধুরী পাড়া নতুন জামে মসজিদের খতিব হাফেজ কাজী মুহাম্মদ দিদারুল আলম আলকাদেরী, বিশেষ অতিথি ছিলেন শায়ের মুহাম্মদ আলী আজগর সাজ্জাদ প্রমুখ।
মাহফিলে বক্তারা বলেন, আল্লাহর আউলিয়ারা শান্তির মাধ্যমে ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। তাদের আদর্শ অনুসরণ করলে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব সৃষ্টি হবে।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত