বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বেঙ্গুরা গ্রামীণ ব্যাংক সংলগ্ন শাকপুরা–দাশের দীঘি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কার দাশের দীঘির পাড় এলাকা থেকে বেঙ্গুরার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দাশের দীঘির দিকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হন।
আহতরা হলেন সারোয়াতলী এলাকার সিরাজের ছেলে ইমরান হোসেন (৩০) ও রওশন আহমদের ছেলে মো. ইমন (৩০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ইমনের অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী জানান, আহতদের মধ্যে ইমনের অবস্থা গুরুতর হওয়ায় থাকে চমেকে রেফার করা হয়েছে। অন্য আহত ইমরান হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত