
বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীর কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে ও শিক্ষক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর।
এতে বক্তব্য রাখেন, অভিভাবক জেসমিন আক্তার, খালেদা বেগম, জেনী চৌধুরী, জসীম উদ্দিন, বাপ্পি দেওয়ানজী, লাভলী দাশ, মোহাম্মদ ফরিদ, শিক্ষক উবাইদুল হক, অমরনাথ চক্রবর্তী, দেবী দত্ত, তনুশ্রী বিশ্বাস, শুভাশিস নাথ, লিপি রানী শীল, মৌলানা মিজানুর রহমান, দিল আফরোজ হীরা, প্রকাশ কুমার ঘোষ প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে মোহাম্মদ আজগর বলেছেন, শিক্ষার উন্নতিই পারে সামাজিক পরিবর্তন আনতে।জ্ঞান অর্জনে শিক্ষার্থীদের মনোযোগী হতে হবে। উন্নত সম্বৃদ্ধ দেশ গড়তে এবং নিজেকে স্বাবলম্বী করতে শিক্ষার বিকল্প নেই।
সভায় বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থী নাফিজা সুলতানা রাইসা, প্রেমা চৌধুরী, তাসপি আক্তার, তাহজিম রহমান, স্নেহা চৌধুরী, উম্মে হাবিবা ও পূজা দাশ।