
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্তের সূচনা হয়েছে। অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তি ও নির্ভুল পরীক্ষার প্রতিশ্রুতি নিয়ে “এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বোয়ালখালী পৌরসভার আলহাজ্ব খলিলুর রহমান কমপ্লেক্সের নিচ তলায় কেন্দ্রটির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি।
“উদ্বোধন শেষে তিনি বলেন, ‘এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি আশপাশের মানুষের কাছেও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে।’”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি এস. এম. মোদ্দাসির, ডা. মো. জয়নাল আবেদীন চৌধুরী ও উপজেলার সম্মানিত পল্লী চিকিৎসকবৃন্দ।
প্রতিষ্ঠানের পরিচালক জুয়েল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ— আনোয়ার হোসেন (বাবলু), খোরশেদ আলম, কামরুল হাসান সুমন ও শহিদুল ইসলাম খান।
শেষে কেক কাটার মাধ্যমে এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।