বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার পাসের হার কিছুটা কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এ বছর বোয়ালখালী থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ২শত ২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৫০২ জন। পাসের হার ৭৭ দশমিক ৪৯ শতাংশ। তবে গত বছর এই হার ছিল ৮১ দশমিক ৯৯ শতাংশ।
অন্যদিকে, এবার জিপিএ-৫ পেয়েছে ১৮৪ জন শিক্ষার্থী, যা গত বছরের ১১৫ জনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৩টায় বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে এ তথ্য জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।
তিনি বলেন, “আমি দিন-রাত চেষ্টা করেছি। পরীক্ষার আগ মুহূর্তেও শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে প্রস্তুতির খোঁজ নিয়েছি, মনোবল জুগিয়েছি। তবুও বাস্তবতা ভিন্ন চিত্র দেখাল। ফল প্রত্যাশামতো হয়নি। তবে জিপিএ-৫ প্রাপ্তির হার কিছুটা স্বস্তি দিয়েছে।”
ফল বিশ্লেষণে জানা গেছে, উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার সর্বোচ্চ—৮৯ দশমিক ৩৫ শতাংশ। বিদ্যালয় পর্যায়ে এ হার ৭৭ দশমিক ৪৯ শতাংশ হলেও মাদ্রাসা পর্যায়ে তা নেমে এসেছে মাত্র ৫৪ দশমিক ৯৭শতাংশে।
এদিকে উপজেলার সৈয়দপুর হাসান-শাহীনুর একাডেমি শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে।
শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম আরও বলেন, “প্রশাসনিক সহায়তা ও সামাজিক প্রত্যাশার সমন্বয়ে আমরা আরও ভালো ফলাফল আশা করেছিলাম। আগামীতে সবাই মিলে কাজ করলে নিশ্চয়ই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব হবে।”
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত