বোয়ালখালী প্রতিনিধিঃ
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বোয়ালখালীতে ৭টি কেন্দ্রে ৩ হাজার ৪৯১জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৩হাজার ৪৬৫জন। অনুপস্থিত ছিলেন ২৬ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর মধ্যে ২১ জন ছাত্রী এবং ৫জন ছাত্র।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বোয়ালখালীতে এসএসসি পরীক্ষার্থী ২হাজার ৮৩৯ জনের মধ্যে অংশ নিয়েছেন ২হাজার ৮২৪ জন। অনুপস্থিত ছিলেন ১৫ জন। এরমধ্যে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫জন, কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১জন, শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ জন ও সৈয়দপুর আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮জন বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেননি। অনুপস্থিত এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ২জন ছাত্র এবং ১৩ জন ছাত্রী।
এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩৮৫জন। অনুপস্থিত ছিলেন ৮জন। এরমধ্যে ৩ জন ছাত্র এবং ৫ জন ছাত্রী।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ২৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ২৫৬ জন পরীক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ৩ জন ছাত্রী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ২৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত