বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তৃণমূল পর্যায়ের নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এই বৈঠকের আয়োজন করে তথ্য আপা প্রকল্প।
উপজেলা তথ্য আপা ফারিহা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, ‘নারীদের জন্য সরকারের বিভিন্ন সেবা পৌঁছে দিতে ও তাদের সচেতন করে তুলতে তথ্য আপার উঠান বৈঠক অত্যন্ত কার্যকর একটি প্ল্যাটফর্ম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় নারীদের নানা প্রশ্নের উত্তর দিয়ে দিকনির্দেশনা দেন অতিথিরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আকতার হিমু ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম।
অনুষ্ঠানে শতাধিক নারী অংশগ্রহণ করেন।