
বোয়ালখালী প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার(২১ জানুয়ারী) বিকেলে বোয়ালখালীর পৌর সদরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গোমদণ্ডী ফুলতল মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান বক্তা চট্টগ্রাম-৮ আসনের পদপ্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরাপদ পরিবেশ দরকার। কিছুদিন আগে ছলিমপুরে র্যাব সদস্যকে হত্যা করা হয়েছে। যারা আমাদের নিরাপত্তা দেবেন, তাদের জীবন নিরাপদ না থাকলে তারা কীভাবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন—এটাই প্রশ্ন।
তিনি আরও বলেন, নির্বাচন প্রচারণা শুরু হয়েছে, তবে নির্বাচন নিরাপদ হবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। ‘আমি প্রার্থী হয়ে এই আশঙ্কায় আছি’—উল্লেখ করে তিনি বলেন, যদি এবারের নির্বাচন সুষ্ঠু না হয়, তাহলে প্রশাসন দেশের মানুষের কাছে আজীবন অপরাধী হিসেবে পরিচিত থাকবে।
সমাবেশে ইসলামী ছাত্রসেনার পৌর সভাপতি মো. আবদুর রশিদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রসেনার সভাপতি মো. নাঈম রেজার সঞ্চালনায় উদ্বোধন করেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি স. ম. এনামুল হক। প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের মহাসচিব স. উ. ম. আবদুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় সদস্য মাওলানা এনাম রেজা, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, মো. শাহজাহান, জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক সাহেদ ও পারভেজ সিকদার।