বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে আহলা দরবার শরীফে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে আহলা দরবার শরীফ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বোয়ালখালী ও পটিয়া উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দরবার শরীফে এসে যোহরের নামাজ ও মিলাদ মাহফিলের মাধ্যমে এর সমাপ্তি হয়।
আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ আবরার ইবনে সেহাব আল ক্বাদেরী আল চিশতী’র নেতৃত্বে জশনে জুলুসে অংশ নেন দেশবরেণ্য ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও অসংখ্য ভক্তবৃন্দ।
মাহফিলে সৈয়দ আবরার ইবনে সেহাব বলেন, “আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে দয়াল নবীর ১৫০০তম জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করতে পারছি। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এমন এক অমূল্য নেয়ামত, যার আগমনে মানবজাতি জাহেলিয়াতের অন্ধকার থেকে মুক্তি পেয়েছে।”
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।