
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪ ফুট লম্বা একটি বার্মিজ জাতের অজগর উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌরসভার চৌধুরীহাট জামতল এলাকা থেকে সাপটি উদ্ধার করে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য শাওন।
উদ্ধারকৃত অজগরটির শরীরে চার-পাঁচটি স্থানে ক্ষতচিহ্ন রয়েছে।
ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি সাপটি আহত অবস্থায় বাঁশঝাড়ের ওপরে রয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় সেটি উদ্ধার করি।”
তিনি আরও জানান, “ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের পরিচালক শাহজাহানের পরামর্শে সাপটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। সুস্থ হলে বনবিভাগের সহযোগিতায় উপযুক্ত স্থানে অবমুক্ত করা হবে।”