বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে চলতি আমন মৌসুমে আগাম জাতের ব্রি-ধান ১০৩ ও ৮৭-এর নমুনা শস্য কর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সারোয়াতলী ও পূর্ব আমুচিয়ার কৃষক মঞ্জুর মোর্শেদ ও এস এম বাবরের জমিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
২০ বর্গমিটার আয়তনের ধান কেটে আর্দ্রতা ও হেক্টর প্রতি ফলন নির্ধারণ করা হয়। উপজেলা কৃষি অফিসার কল্পনা রহমান জানান, নমুনা শস্য কর্তনে কৃষকদের জমি থেকে উচ্চ ফলন লক্ষ্য করা গেছে।
উপজেলায় চলতি মৌসুমে ৪,৮০০ হেক্টর জমিতে ধান চাষাবাদ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় ধানের ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগ মাঠ পর্যায়ে সার, বীজসহ সকল সহযোগিতা প্রদান করছে। ধান ৮০% পেকে গেলে তা কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা সৌমিত্র দে, গৌতম চৌধুরী, লক্ষণ কুমার কারন ও স্থানীয় কৃষকরা।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত