বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, শপথ পাঠ, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ এবং ফটোসেশান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। এতে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মামুনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন অফিসার মাহবুবুল আলম।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. আতিক উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুল আলম, মুক্তিযোদ্ধা মহসীন খান তরুণ, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছের, খান ফাউন্ডেশনের প্রতিনিধি রূপক চক্রবর্তী, প্রত্যাশী যুবদলের সদস্য বিবি আয়েশা ইমু ও সফল আত্মকর্মী রিমেল বড়ুয়া কলি।
অনুষ্ঠানে বিভিন্ন কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫ জনকে সনদ এবং ৬ জনকে ১০ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দেয়া হয়।