
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফে মহান ৩রা মাঘ উপলক্ষে দরবার শরীফের আধ্যাত্মিক শরাফতের প্রতিষ্ঠাতা পুরুষ কুতুবুল ইরশাদ, কুতুবে জামান হযরত শাহ সুফী মাওলানা কাজী আছাদ আলী সাহেব কেবলা (কঃ)-এর পবিত্র বেলায়েত শরীফ উপলক্ষে আজ শনিবার (১৭ জানুয়ারি) মহাসমারোহে ওরশ শরীফ অনুষ্ঠিত হবে।
আহলা দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত ওরশ মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত শাহ সুফী আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ এমদাদুল ইসলাম আল মাইজভান্ডারী (মঃজি আ)। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন নায়েবে সাজ্জাদানশীন শাহজাদা আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ মাঈনুল ইসলাম জুনায়েদ আল মাইজভান্ডারী।
ওরশ শরীফে অংশগ্রহণের জন্য ভক্ত-আশেকানদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।