বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে আকাশ টিউটোরিয়্যাল হোমে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক নানা প্রকল্প প্রদর্শন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার সালেহা বেগম। প্রধান বক্তা ছিলেন লিডার ট্রেনার কামরুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘প্রত্যাশী’র পরিচালক নাছিম হায়দার শাহীন।
মেলার সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম। সঞ্চালনায় ছিলেন আকাশ টিউটোরিয়্যাল হোমের সহকারী শিক্ষক মো. মিনহাজুল ইসলাম।
প্রজেক্ট পরিদর্শন শেষে অতিথিরা বলেন,শৈশব থেকে বিজ্ঞান চর্চার মাধ্যমে আধুনিক রাষ্ট্র বিনির্মান করা সম্ভব।
শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলায় মোট ১৬টি প্রজেক্ট প্রদর্শিত হয়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত