বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরী গ্রামের এক প্রান্তে, রায়খালী খালের শেষ সীমানায় প্রায় ২০ দিন ধরে নিঃশব্দে জ্বলছে একটি শুকনো অর্জুন গাছের গোড়া। নির্জন মেঠোপথে আগুনের ধোঁয়ায় ভারী হয়ে উঠছে বাতাস। কিন্তু আশ্চর্যজনকভাবে এ দীর্ঘ সময়েও আগুন নেভানোর কোনো উদ্যোগ নেয়নি কেউ।
রবিবার (১৩ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি রেইনট্রি গাছের উপর হেলে পড়া অর্জুন গাছের গোড়ায় ধিকিধিকি আগুন জ্বলছে। গাছের চারপাশে ছাইয়ের স্তর এবং পোড়া গন্ধ স্পষ্ট। আগুন রাত হলে স্তিমিত হয়ে আসে, আবার বাতাসের তোড়ে জেগে ওঠে নতুন করে—মনে হয় যেন প্রকৃতির বুকের গভীর দীর্ঘশ্বাস।
স্থানীয় এক কৃষক বলেন, গাছের গোড়ায় আগুন লাগানো এটি মাদকসেবীদের কাজ হতে পারে।এই পথে মাদকসেবীদের আনাগোনা বেশি। তার ভাষায়, “যদি প্রশাসনের নজর পড়ে, তাহলে এই এলাকায় মাদকসেবীদের আনাগোনা কমবে।”
ধোরালা গ্রামের রিকশাচালক মোহাম্মদ আয়ুব বলেন, “সপ্তাহখানেক আগে যাত্রী নিয়ে যাওয়ার সময় দেখেছিলাম গাছটার গোড়ায় আগুন জ্বলছে। আজও আগুন নেভেনি, কেউ এগিয়ে আসেনি।”
নিয়মিত পথচারী মোহাম্মদ সেলিম জানান, “এই নির্জন জায়গায় লোকে ইচ্ছে করেই আগুন দিয়েছে। কেউ আসে না বলেই আগুন জ্বলছে দিনের পর দিন।”
আরেকজন পথচারী ফরিদুর রহমান বলেন, “প্রায় ২০ দিন ধরে আমি দেখছি,আগুন তুষে তুষে জ্বলছে। কিন্তু একবারও দেখিনি কেউ পানি ঢালতে এসেছে।”গাছটি প্রায় ৬০ হাত লম্বা হবে জ্বলতে জ্বলতে ছোট হয়ে গেছে।