বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ফার্মেসিকে জরিমানা ও এক পল্লী চিকিৎসকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নিবন্ধন ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার কানুনগোপাড়া বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জিএস স্টোরের স্বত্বাধিকারী রাজীব চৌধুরী ও মাস্টার মেডিকোর স্বত্বাধিকারী রয়েল চৌধুরীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া নিবন্ধন ছাড়াই চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগে পল্লী চিকিৎসক স্বপন চৌধুরীর কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার মুচলেকা নেওয়া হয়।
অভিযান পরিচালনায় বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।