বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে অনুমোদনহীন ডেন্টাল চিকিৎসা ও নানা অনিয়মের অভিযোগে তিনটি চিকিৎসা প্রতিষ্ঠানকে জরিমানা এবং একটি ডেন্টাল কেয়ার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে পৌর সদরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
অভিযানে বিএমডিসি অনুমোদন ছাড়াই দাঁতের চিকিৎসা দেয়ায় ‘ম্যাক্স ডেন্টাল কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা বলেন, ‘ম্যাক্স ডেন্টাল কেয়ার’ বিএমডিসি নম্বরবিহীন ব্যক্তি দিয়ে চিকিৎসা পরিচালনা করছিল। এই ধরনের চিকিৎসা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
এছাড়া, দায়িত্বে অবহেলা, চিকিৎসাসেবায় অনিয়ম ও লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন ত্রুটির কারণে বনি হাসান চক্ষু চিকিৎসালয়ের মাহাদী ওয়াসিকে ২০ হাজার টাকা, এভারগ্রীন ডায়াগনস্টিক সেন্টারের আরমান হোসেনকে ৫ হাজার টাকা এবং দিদার হাড়ভাঙা চিকিৎসালয়ের দিদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।