বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশার ধাক্কায় রফিক (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোমদন্ডী ফুলতল এলাকার একটি প্লাস্টিক ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত রফিক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইউচুপ তালুকদারের বাড়ীর মৃত অলি আহমদের পুত্র।
আহতের ছেলে সালাউদ্দিন জানান, “আমার বাবা শাকপুরা থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। সিএনজির সামনের সিটে বসা ছিলেন। এ সময় পেছন থেকে এসে আরেকটি সিএনজি ধাক্কা দিলে তিনি নিচে পড়ে যান। এতে তার ডান পায়ে মারাত্মক জখম হয়— হাঁটু থেকে নিচের অংশ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।”
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ মাসুদ আলম বলেন, “রাত ৯টার দিকে একজন বৃদ্ধকে দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান পায়ে গুরুতর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”