বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে যাত্রী নামাতে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে পেছন দিক থেকে আরেকটি অটোরিকশা ধাক্কা দিলে অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার আরাকান সড়কের গোমদণ্ডী ফুলতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রী মো. জয়নাল আবেদীন বলেন, “গোমদণ্ডী ফুলতল এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা থেকে যাত্রী নামছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা এসে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ও ধাক্কা দেওয়া উভয় অটোরিকশার যাত্রীরা আহত হন।”
আহতদের মধ্যে পেছনের অটোরিকশায় থাকা অন্তঃসত্ত্বা নারী তুষি (২৩) মুখে আঘাত পান। তাকে ফুলতলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বোয়ালখালী জেনারেল হাসপাতালের সুপারভাইজার আবদুল কাদের বলেন, “তুষি(২৩) নামের একজন অন্তঃসত্ত্বা নারী মুখে আঘাত পেয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।”
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “দুর্ঘটনার পর অটোরিকশাটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত