বোয়ালখালী প্রতিনিধি:
বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। আর সেই উৎসবকে ঘিরেই উপজেলা প্রশাসনের লোকজ মেলায় বোয়ালখালী প্রেস ক্লাব আয়োজন করেছে ‘পান্তা উৎসব’।"
সোমবার পহেলা বৈশাখের সকালে উপজেলা পরিষদ চত্বরে শুরু হয় এই প্রাণবন্ত আয়োজন। প্রেস ক্লাব সভাপতি এস এম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।"
"পান্তা-মাছ, শুটকি ও আলু ভর্তার ঘ্রাণে মুখরিত হয় গোটা আয়োজনস্থল। খাবারের সঙ্গে ছিল প্রাণের উৎসব—লোকগান, আবৃত্তি ও নৃত্য।"
বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এই আয়োজন—বললেন আয়োজকরা।
"পান্তা উৎসব ঘিরে এক মিলনমেলায় পরিণত হয় বোয়ালখালীর এই লোকজ মেলা।
পান্তার স্বাদে, গানে, আর প্রাণের টানে – বোয়ালখালীতে বর্ষবরণ যেন হয়ে উঠেছে সত্যিকারের এক উৎসবের দিন।"
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত