
বেতাগী আনজুমানে রহমানিয়ার উদ্যোগে প্রথমবারের মত আর্ন্তজাতিক মানের “শিক্ষকদের পাঠদান পদ্ধতি ও কৌশল বিষয়ক প্রশিক্ষণ ও ৫ বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা কর্মশালা” ৩ জানুয়ারি,২০২৬ শনিবার সকাল ৯টা হকে বিকাল ৫টা পর্যন্ত রাঙ্গুনিয়া বেতাগী দরবার – এ বেতাগী আস্তানা শরীফে বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় । দরবার-এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদানশীন, বেতাগী আনজুমানে রহমানিয়া ও বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার পরিচালনা পরিষদের সভাপতি পীরেত্বরিকত হযরত মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ (মাঃজিঃআলী) । প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান এডুকেশন ম্যানেজম্যান্ট বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ রসায়ন সমিতির ট্রেজারার ও চট্টগ্রাম সরকারী কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. নূ.ক.ম আকবর হোসেন ,সরকারি টিচার্স ট্রেনিং কলেজ চট্টগ্রাম’র প্রথিতযশা শিক্ষক প্রশিক্ষক ড. শামসুদ্দীন শিশির, বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা গবেষক ও কমিউনিকেশন স্পেশালিস্ট ইউনিসেফের সাবেক কর্মকর্তা সাঈদ মিল্কী, আনজুমান এডুকেশন বোর্ডের জয়েন্ট সেক্রেটারী ও চুয়েট স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক গোফরানুল হক, সাংবাদিক ও লেখক নেছার আহমেদ খান । প্রশিক্ষণের প্রধান সমন্বয়কারী ছিলেন চট্টগ্রামের স্বনামধণ্য স্বেচ্ছাসেবক ও লিডার ট্রেইনার বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান এবং প্রশিক্ষক সহযোগী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবি ও আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট জয়নুল আবেদীন ও সাংবাদিক আরাফাত হোসাইন । প্রশিক্ষনে ধন্যবাদ বক্তব্য রাখেন বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ আল্লামা জসিম উদ্দিন আবিদী । প্রশিক্ষনে বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসা ও বেতাগী রহমানিয়া ইনস্টিটিউট এর ৪০ জন শিক্ষক ও শিক্ষিকা অংশগ্রহন করেন ।