বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে অস্বাস্থ্যকর উপায়ে বেকারি পণ্য তৈরি করায় এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শাকপুরা ইউনিয়ন পরিষদের বেকারিটিতে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করায় বেকারির মালিক মোহাম্মদ হাবিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।