বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ, সনাতনী অধিকার আন্দোলন,ও বাংলাদেশ সনাতনী ছাত্র জনতা ঐক্য ফোরামের যৌথ উদ্যোগে বিপ্লবী মহানায়ক মাস্টারদা সূর্য সেনের ৯৩ তম ফাঁসি দিবসে গত ১২ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৩ ঘঠিকায় অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ঐতিহাসিক জে এম সেন হলে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ বৈদিক গীতা পরিষদের সভাপতি পিংকু ভট্টাচার্য্য, কার্যকরী সাধারণ সম্পাদক বিজয়ী ধর, সনাতনী অধিকারী আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক পলাশ সেন, বাংলাদেশ সনাতনী ছাত্র জনতা ঐক্য ফোরাম সভাপতি অসীম কুমার দাশ, সনাতনী অধিকার আন্দোলন আইন বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী প্রমূখ।
এতে নেতৃবৃন্দরা ১মিনিট দাড়িঁয়ে নিরবতা পালন করেন।
তারা বলেন, বিপ্লবীদের মৃত্যু নেই, তাঁরা মৃত্যুঞ্জয়ী। যুগে যুগে দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সকলের কাছে আমরা চিরঋণী। প্রেস বিজ্ঞপ্তি
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত