বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিয়ে দিতে চাওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে এক কলেজছাত্রী। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে পশ্চিম গোমদণ্ডী নাঈম মুহাম্মদ চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত উম্মে হাবিবা ইসমা (১৭)। তিনি স্থানীয় মো. ইব্রাহিমের মেয়ে এবং সদ্য একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিলেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, “মেয়ে পড়ালেখা চালিয়ে যেতে চেয়েছিল। সম্প্রতি কলেজে ভর্তি হয়েছিল। তবে মা-বাবা বিয়ে দিতে চাইছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কারণেই অভিমানে সে গলায় ফাঁস দিয়েছে।”
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত