বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে মো.আরাফাত (২৫) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরাফাত বোয়ালখালী পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের পশ্চিম কধুরখীল আব্দুস সোবহান টেন্ডলের বাড়ির মো. আয়ুব খানের ছেলে।
স্থানীয় বাসিন্দা মো. হাবিব জানান, আরাফাত এলাকায় মানুষ বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতো। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তেমনি এক বাড়িতে কাজ করার সময় আরাফাত বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হয় আরাফাতকে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, এক গৃহস্থ বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় আরাফাত নামের এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত