বোয়ালখালী প্রতিনিধি
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদুল ইসলাম, সভাপতি এস এম মোদ্দাচ্ছের, সহ-সভাপতি রাজু দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পূজন সেন, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, কার্যনির্বাহী সদস্য আল সিরাজ ভাণ্ডারী, সদস্য এসএম গিয়াস উদ্দিন, রবিউল হোসাইন, হোসাইন মাহমুদ ও বাবর মুনাফ। এ সময় প্রেস ক্লাবের সদস্যরা এক মিনিট নিরবতা পালন করে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত