বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালী পৌরসভার সাবেক প্রথম নির্বাচিত মেয়র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য হাজী আবুল কালাম আবুর দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সাথে তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন রহুল কবির রিজভী।
তার স্বাক্ষরিত এক পত্রে জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য পদটি স্থগিত করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ০১ জানুয়ারি দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করে শুধুমাত্র দলের প্রাথমিক সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এতে আরও বলা হয়, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।
হাজী আবুল কালাম আবু বোয়ালখালী পৌরসভা গঠনের পর প্রথম মেয়র নির্বাচিত হন। এর আগে তিনি পশ্চিম গোমদণ্ডী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এলাকায় তার ঈর্ষান্বিত জনপ্রিয়তা রয়েছে। দলীয় কার্যক্রম পরিচালনা করতে তিনি হামলা মামলার শিকার হন।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত