1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” আনোয়ারা ওষখাইন রজায়ী দরবার বিশ্ব নূর মঞ্জিলে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত পথ শিশু, পথচারী, এতিম ও হেফজখানায় মৌসুমী ফল বিতরন করল প্রয়াস চন্দনাইশ প্রেসক্লাবের উপহার সামগ্রী বিতরণ চার বছরেও শেষ হয়নি কেরানী বাজার সেতু, কাঠের সাঁকোই ভরসা মাদক সেবনে বাধা দেওয়ায় বোয়ালখালীতে যুবককে মারধর বোয়ালখালীতে অনিয়মে তিন ক্লিনিককে জরিমানা, একটি সিলগালা পটিয়ায় চুরির দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ চোর উদ্ধার স্বর্ণালঙ্কার, মোবাইল ও নগদ টাকা বোয়ালখালীতে শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা পটিয়ায় গ্রাম আদালতের চেয়ারম্যানের বিরুদ্ধে বিএনপির একাংশের বিক্ষোভ

বাকলিয়ায় ফিজিওথেরাপি অ্যান্ড ডেন্টাল কেয়ারের যাত্রা

  • প্রকাশিত: শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৩৩০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ

স্বল্প খরচে উন্নত ও মানসম্মত সেবার প্রতিশ্রুতি নিয়ে বাকলিয়া এক্সেস রোডে যাত্রা শুরু করেছে ডাইনামিক ফিজিওথেরাপি অ্যান্ড ডেন্টাল কেয়ার নামক একটি নতুন প্রতিষ্ঠান। গতকাল ৩ মে শুক্রবার বিকালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আগ্রাবাদ মা-শিশু ও জেনারেল হাসপাতাল পরিচালনা কমিটির প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মো. মোরশেদ হোসেন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান অধ্যক্ষ . আনোয়ার হোছাইন মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ঢাকা) মোহাম্মদ আলী আকবর। প্রধান বক্তা ছিলেন গবেষক অধ্যক্ষ সোলাইমান কাসেমী। বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর আবু ইউসুফ, ডা. মুহাম্মদ আলী, দৈনিক পূর্বদেশ এর বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল ও এশিয়ান আবাসিক স্কুলের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার। বক্তব্য রাখেন ইস্কান্দার চৌধুরী হিরু, মুহাম্মদ এনামুল হক, নসরুল্লাহ করীম, নজরুল ইসলাম, সাইফুল্লাহ মুনির, নিজাম উদ্দিন মনির প্রমুখ।

প্রধান অতিথি বলেন, নানা কারণে পিছিয়ে থাকা এই এলাকায় ফিজিওথেরাপি এবং ডেন্টাল সেবা নিয়ে যে প্রতিষ্ঠানটি আজ যাত্রা করছে, এটিতে এই এলাকার মানুষ ঘরের কাছেই ভালো সেবা পাবে বলে আমার বিশ্বাস। আর ডাইনামিক ফিজিওথেরাপিতে আসা রোগীদের জন্য মা ও শিশু হাসপাতালের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা থাকবে।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক রোটারিয়ান অধ্যক্ষ ডা. আনোয়ার হোছাইন মানিক বলেন, মুনাফা নয় এই অঞ্চলের মানুষের ভালো সেবা নিশ্চিত করার জন্যই আমরা এখানে প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমাদের চেষ্টা থাকবে রোগীদের উন্নত সেবা দেওয়ার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট