1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব চন্দনাইশ গাছবাড়িয়া খাঁনহাট বাজার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নিবার্চন সম্পন্ন- সভাপতি নজরুল ইসলাম আবদুল, সাধারণ সম্পাদক মো. আবু ছৈয়দ চৌধুরী চন্দনাইশ কার-মাইক্রো ও হাইচ শ্রমিক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন- সভাপতি মো. তৌহিদ, সম্পাদক মো. সবুজ বোয়ালখালীতে সুলভ মূল্য সিলিন্ডার গ্যাস বিক্রয় করবে প্রশাসন নোয়াখালীতে ২ স্কুলে চুরির ঘটনা ঘটেছে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে মরদেহ উদ্ধার বোয়ালখালীতে দুই দিনব্যাপী ওরসে গাউসুল আজম দস্তগীর ও মিলাদ মাহফিল সম্পন্ন ২৯জন শিক্ষার্থীকে সৈয়দ জিয়াউল মাইজভান্ডারি ট্রাস্টের মেধাবৃক্তি প্রদান  পটিয়ায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্যে দিয়ে পটিয়া সিটি আইডিয়াল স্কুলের শুভ উদ্বোধন রাঙ্গুনিয়ায় বাস-বাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন।

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো প্রত্যয় সাংস্কৃতিক উৎসব

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

 

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ আয়োজন “প্রত্যয় সাংস্কৃতিক উৎসব” আজ ৯ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়। এই উৎসবে অংশ নেন প্রত্যয়ের বিভিন্ন বিভাগের ২৩০ জন শিক্ষার্থী। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত সাংস্কৃতিক উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম এর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজল আহম্মেদ, শিক্ষাবিদ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি প্রফেসর আবু তাহের চৌধুরী, প্রাবন্ধিক ও দৈনিক পূর্বকোণ এর সহযোগী সম্পাদক আবসার মাহফুজ, তরুণ উদ্দ্যোক্তা ও আলী আহম্মেদ মাস্টার ফাউন্ডেশন এর চেয়ারম্যান রুহুল আমিন, প্রাইম ইন্সুরেন্স কোম্পানি লি. এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ ওবায়দুল আকবর, পিডাব্লিউসি বাংলাদেশ এর ম্যানেজার ও এ্যাডভাইজারি মার্কেট লিড মোজাম্মেল হক রাজিব, বাংলাদেশ ব্যাংক এর সহকারী পরিচালক, সিরাজুল মোস্তাফা রাজু, সঙ্গীত শিল্পী বৃষ্টি দে। শুরুতে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি এর নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।

বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব। অনেক রস বৈচিত্রে পরিপূর্ণ আমাদের মাতৃভুমি বাংলাদেশ। অজস্র শিল্প ও সংস্কৃতিতে সমৃদ্ধ আমাদের এ প্রিয় দেশ। আমাদের শেকড় শিল্প-সংস্কৃতি ছাড়া দেশের ইতিহাস পরিপূর্ণতা দাবি করতে পারে না। তাই এগুলোর নিয়মিত চর্চা করতে হবে।

প্রফেসর আবু তাহের চৌধুরী বলেন, যারা সংস্কৃতির চর্চা করে তারা উদার ও প্রগতিশীল হিশেবে গড়ে উঠে। তাদের মেধা ও মনন দেশ ও সমাজের জন্য নিবেদিত হয়। তারা কখনো খারাপ কাজ করতে পারে না। সবাই তাদের অনুসরণ করে। একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি দীর্ঘ ১৬ বছর ধরে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে পটিয়া তথা চট্টগ্রামের মধ্যে একটা অবস্থান করে নিয়েছে। প্রত্যয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ও মননশীল কাজে নিয়জিত রাখতে পারছে।
একাডেমির সদস্য নীহারিকা পাল এর প্রানবন্ত উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী শিবু মল্লিক, তবলা প্রশিক্ষক নিতাই পদ নাথ, আবৃত্তি শিল্পী নীহারিকা পাল, নৃত্য শিল্পী হৈমন্তী দে, চিত্র শিল্পী জয় শীল।
সাংস্কৃতিক উৎসবে প্রত্যয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আলাদা ভাবে তাদের পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করে। সংগীতের শিক্ষার্থীরা একক সংগীত পাশাপাশি সমবেত সঙ্গীত পরিবেশন করেন। আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা কোরাস আবৃত্তির পাশাপাশি একক আবৃত্তি পরিবেশন করেন। নৃত্য বিভাগের শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশনের পাশাপাশি একক নৃত্য পরিবেশন করে। তবলা বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল দলীয় লহড়া। চিত্রাঙ্কন বিভাগের শিক্ষার্থীদের আঁকা ছবি প্রদর্শনী হবে উৎসব প্রাঙ্গণ প্রদর্শন করা হয়। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক উৎসব প্রাঙ্গণ প্রত্যয়ের শিক্ষার্থী, সদস্য ও অভিভাবকদের মিলন মেলায় পরিণত হয়। পরে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট