বোয়ালখালী প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব। সোমবার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী এ আয়োজন, যেখানে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
সকাল ৯টায় উপজেলার কেন্দ্রস্থল থেকে শুরু হওয়া বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রঙিন ব্যানার, বৈশাখী পোশাক এবং ঢাক-ঢোলের তালে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাংলা সংস্কৃতির বৈচিত্র্যকে তুলে ধরে এই শোভাযাত্রা।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পী, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা পরিবেশন করেন সংগীত, নৃত্য ও আবৃত্তি। গ্রামীণ বাংলার নানা অনুষঙ্গ—যেমন পটচিত্র, আলপনা ও ঢাকের বাদ্যযন্ত্র—উৎসবকে করে তোলে আরও বর্ণিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, “এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে আমাদের সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে পরিচিত করে এবং সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।” এছাড়াও অনুষ্ঠানে ছিলেন প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হয় পান্তা উৎসব ও পিঠা উৎসব। দিনব্যাপী এ আয়োজনে অংশ নিতে পরিবার-পরিজন নিয়ে এসেছিলেন শত শত মানুষ।
নববর্ষ উদযাপন উপলক্ষে পুরো উপজেলা চত্বরে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। আয়োজনে ছিল আনন্দ, ঐতিহ্য আর সংস্কৃতির মিলনমেলা।