1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াখালীর ৬ টি আসনে বিএনপি’র মনোনীত যারা পটিয়ায় ৫৭টি মামলার আসামি রুহুল আমিন সিলেট হতে গ্রেফতার একটি কু-প্রস্তাবের ভবিষ্যৎ!   – কাজী তানভীর হোসেন  সিলেট থেকে চট্টগ্রামের ৫৭ মামলার পলাতক আসামি রুহুল আমিন গ্রেপ্তার ! বিশ্বসাদা ছড়ি নিরাপত্তা দিবস উৎযাপন উপলক্ষ্যে রোটারি চট্টগ্রাম এরিয়ার ক্লাব সমূহের যৌথ প্রকল্প বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা চন্দনাইশ জিহস ফকির পাড়ায় মৃত মহিলাদের গোসল ও কাফন বিষয়ক প্রশিক্ষণ আসুন স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করি – লায়ন মোঃ আবু ছালেহ্ চন্দনাইশ প্রেস ক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত ৪১টি ওয়ার্ডে হবে ৪১ টি খেলার মাঠ ও পার্ক: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

ফেসবুক কন্টেন্টের মান নির্ধারণ এখন থেকে লাভ-লাইক নয়, ভিউসে গুরুত্ব দিবে ফেসবুক

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩০৪৬ বার পড়া হয়েছে

ফেসবুক কন্টেন্টের মান যাচাইয়ের পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। এতদিন ফেসবুক পোস্টের জনপ্রিয়তা বা গুণমান মাপার জন্য রিয়েকশন (লাভ, লাইক, স্যাড) ছিল মূল মানদণ্ড। তবে নতুন আপডেট অনুযায়ী, এখন থেকে ভিউস বা কতজন একটি পোস্ট দেখেছেন, সেটিই হবে কন্টেন্টের মান বিচার করার প্রধান ভিত্তি। ফেসবুক প্রতিষ্ঠানটি সাম্প্রতিক এক ঘোষণায় জানিয়েছে, এ আপডেটের আওতায় ছবি, লিখিত পোস্ট, ভিডিওসহ সব ধরনের কন্টেন্টে ভিউ গণনা করা হবে। আগে ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে ভিউসকে গুরুত্ব দেওয়া হলেও এবার থেকে অন্যান্য কন্টেন্টেও এটি কার্যকর হবে।

👍 কীভাবে কাজ করবে নতুন পদ্ধতি?

❤️ ভিডিও কন্টেন্ট: ভিডিও যতবার দেখা হবে, ততবার ভিউ কাউন্ট করা হবে।
❤️ অন্যান্য কন্টেন্ট: ছবি বা লিখিত পোস্টের ক্ষেত্রে যতবার এটি কোনো ব্যবহারকারীর স্ক্রিনে দৃশ্যমান হবে, ততবার ভিউস হিসেবে যোগ হবে।
❤️ পুনরায় ভিউ: একই ব্যবহারকারী একাধিকবার কোনো পোস্ট দেখলেও ভিউয়ের সংখ্যা বাড়তে থাকবে।

👍 আরও কী পরিবর্তন আসছে?

ফেসবুক বিদ্যমান ভিডিও মেট্রিকসেও পরিবর্তন আনছে। আগে ভিডিওর কার্যকারিতা মাপতে ‘ওয়াচ টাইম’ ব্যবহার করা হলেও, এখন থেকে ‘মিনিটস ভিউড’ এবং ‘এভারেজ মিনিটস ভিউড’ নামে দুটি নতুন মাপকাঠি ব্যবহার করা হবে। তবে রিচ, থ্রি সেকেন্ড ভিউস, ওয়ান মিনিট ভিউস, রিয়েকশন, কমেন্টস ও শেয়ারের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আসছে না। ইনস্টাগ্রামে এ বছরের শুরুর দিকে এই পরিবর্তন আনা হয়েছে। মেটার প্রধান প্রতিষ্ঠান জানিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের পাশাপাশি তাদের আরেকটি প্ল্যাটফর্ম থ্রেডসেও একই ধরনের পদ্ধতি চালু করা হবে। ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোজ্জেরি বলেছেন, একক মাপকাঠি চালুর ফলে কন্টেন্ট ক্রিয়েটররা তাদের কাজের ফলাফল সম্পর্কে আরও ভালো ধারণা পাবেন।

ফেসবুক কন্টেন্টের মান যাচাইয়ে নতুন এ পদ্ধতিতে অনেকে মনে করছেন, ভিউ কাউন্টকে মানদণ্ড হিসেবে ব্যবহার করলেও এটি কোনো কন্টেন্টের গুণমান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারে না। শুধু ভিউ দিয়ে বোঝা সম্ভব নয় যে কোনো কন্টেন্ট ভালো নাকি খারাপ। এর আগে টুইটার কিনে এর নাম পরিবর্তন করে নতুন নাম এক্স দেওয়ার পর থেকে ইলন মাস্ক ভিউস ও ইমপ্রেশনকে গুরুত্ব দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ফেসবুকও এখন তার প্ল্যাটফর্মে একই ধরনের বৈশিষ্ট্য আনছে।আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ফেসবুক ব্যবহারকারীরা নতুন আপডেটের প্রতিফলন দেখতে পাবেন। মেটা বিজনেস স্যুট ও প্রফেশনাল ড্যাশবোর্ডে এ পরিবর্তনগুলো স্পষ্ট হবে বলে জানিয়েছে মেটা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট