ফিলিস্তিনের আজ এক অমানবিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে নিরীহ নারী শিশু ও সাধারণ মানুষ প্রতিদিনই ইসরাইলি হামলার শিকার হচ্ছে। ঘর ভারি ধ্বংস হচ্ছে স্কুল, হাসপাতাল পর্যন্ত রক্ষা পাচ্ছে না। শত শত বছর ধরে নিজে মাতৃভূমিতে বসবাসকারী এই জনগোষ্ঠীকে আজ নিজেদের জন্মভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। শিশুদের কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া, মায়েদের আর্তনাদ, ধ্বংসস্তূপ তার মাতৃ দেহ খুঁজে পাওয়া এগুলো যেন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ববাসীর যদি এখনই জেগে না উঠে, তবে মানবতার অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আইনের সংকট নয়, এটি একটি বৈশ্বিক ন্যায় বিচারের প্রশ্ন। একটি স্বাধীন জাতি হিসেবে বেঁচে থাকার অধিকার,নিরাপদে জীবন-যাপনের অধিকার এসব কোন দয়া নয়, এটি তাদের জন্মগত অধিকার।
আমাদের এখনই বলতে হবে: ইসরাইলের দমন পিরণ বন্ধ হোক,প্যালেস্টাইনকে মুক্ত করো।
প্যালেস্টাইনের প্রতি ভালোবাসা, সংহতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের কন্ঠ এক করতে হবে। কারণ নিরবতা এখানে অপরাধ, প্রতিবাদী মানবতার পক্ষে একমাত্র শক্তি।
নোহা নেছার অন্নি
প্রাবন্ধিক ও লেখক
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত