1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসী গিয়াসউদ্দিন সাইফুর স্ত্রী স্বামী কে ভিড়িও কলে রেখে আত্মহত্যা পটিয়ায় পূজা উদযাপন পরিষদের সম্মেলনে ইদ্রিস মিয়া: বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে  সীরাত ও মিলাদ আমাদের করণীয় -মুহাম্মদ আকতার উদ্দীন ইউএই বাংলাদেশ প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি পুনর্গঠন  পত্রিকা বিক্রয় প্রতিনিধিকে সাইকেল উপহার দিলো প্রয়াস বোয়ালখালীতে বৈরি আবহাওয়া ও প্রবল বর্ষণ উপেক্ষা করে  জশনে জুলুস অনুষ্ঠিত চট্টগ্রামের পটিয়ায় শিক্ষা স্মৃতি মেধা পরীক্ষায় অংশ নিলো তিন শতাধিক শিক্ষার্থী পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলের জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত। টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশনের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন  পটিয়ায় জিরি ওঁকারেশ্বর যোগমঠ প্রতিষ্টাতা স্বামী জীবানন্দ অবধূত’র ৮২তম তিরোধান দিবস উদযাপন

প্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে”

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৫৫৯ বার পড়া হয়েছে

প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে আজ ৪ তারিখ শুক্রবার আয়োজন করা হয়েছে “আনন্দলোকে মঙ্গলালোকে” শিরোনামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত ও সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও কথামালায় সাজানো এই আয়োজনে অংশগ্রহণ করে পটিয়ার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত নাট্যজন মিলন কান্তি দে, সংগঠক মফিজুল ইসলাম চৌধুরী বাবলু, সঙ্গীত শিল্পী চিত্রা দাশ, তপা গুহ, আবৃত্তি শিল্পী বনকুসুম বড়ুয়া নুপুর ও অর্পণ দে।
প্রত্যেয়ের সদস্য নীহারিকা পাল এর সঞ্চালনায় কথামালার শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।
মিলন কান্তি দে বলেন, আনন্দলোকে মঙ্গলালোকে শিরোনামে প্রত্যয়ের সাংস্কৃতিক আয়োজন সাংস্কৃতিক কর্মীদের আলোর পথ দেখাবে। নতুন সংগঠক ও শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি বলেন, প্রত্যয়ের নতুন আয়োজন আনন্দলোকে মঙ্গলালোকে শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই আয়োজনে পটিয়ার প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পীরা তাদের একক পরিবেশনা নিয়ে অংশগ্রহণ করবে। এই সাংস্কৃতিক আড্ডা পটিয়ার তথা তৃণমূলের সাংস্কৃতিক কর্মকান্ড প্রসারে ভুমিকা পালন করবে।
আনন্দলোকে মঙ্গলালোকে অনুষ্ঠানের প্রথম পর্বে পটিয়ার বিভিন্ন সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। সঙ্গীত পরিবেশন করেন তপা গুহ, শিবু মল্লিক, সিফাত আমিরী, মৃত্তিকা রায়, জবা সেন, অমিত মজুমদার, সুদীপ দে, আরিয়ান মজুমদার, মোরশেদুল আলম, জ্যোতি দে, মৃত্তিকা বড়ুয়া, সপ্তশতী দত্ত অস্মি। আবৃত্তি পরিবেশন করেন বনকুসুম বড়ুয়া নুপুর, অর্পণ চক্রবর্তী, নীহারিকা পাল, জুবায়ের হোসেন,পারমিতা বড়ুয়া, আফিয়া মোবাশ্বিরা, অপ্সরা দে, তানবিন জাহান তানহা, দিব্য কুমার চক্রবর্তী। নৃত্য পরিবেশন করেন আনিকা হক, হৃদিশ্রোতা দে, অস্মী দাশ ও অংকনা বড়ুয়া। পুরো আয়োজনে তবলায় ছিলেন নিতাই পদনাথ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট