নিজস্ব প্রতিনিধি পটিয়া (চট্টগ্রাম), সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে “বিশ্বাসঘাতকতা ও প্রতারণার ফাঁদে কোটি টাকার ক্ষতি: প্রবাসীর আহাজারি” শিরোনামে প্রকাশিত একটি সংবাদ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা খাইরুল বশর ও তার পরিবার।
এক লিখিত বিবৃতিতে খাইরুল বশরের পক্ষ থেকে জানানো হয়,এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত থাকা অবস্থায় আনোয়ার সাদিক নামের একজন প্রবাসীর সঙ্গে তার পরিচয় থাকলেও কখনও কোনো আর্থিক লেনদেন হয়নি, এবং কোনো চুক্তিপত্রে স্বাক্ষরও করেননি।
বিবৃতিতে বলা হয়,“আমাকে হেয় করার জন্য একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ধরনের অসত্য অভিযোগ ছড়াচ্ছে। সংবাদে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার কোনোটিই সত্য নয় এবং কোনো বাস্তব প্রমাণ নেই।”
খাইরুল বশরের পরিবার আরও দাবি করে, সম্প্রতি তিনি বিদেশ থেকে দেশে ফিরে স্বচ্ছভাবে জীবনযাপন করছেন এবং তার বৈধ উপার্জনের মাধ্যমেই সম্পত্তি ক্রয় করেছেন। এই বিষয়ে কোনো বেআইনি বা প্রতারণার ঘটনা ঘটেনি।
তারা বলেন,“ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার বন্ধ না হলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। দুঃখজনকভাবে সামাজিকভাবে আমাদের পরিবার সম্মানহানি ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
এছাড়া, সংবাদ প্রকাশের পূর্বে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য গ্রহণ না করায় সাংবাদিকতার ন্যূনতম নীতিমালাও লঙ্ঘিত হয়েছে বলেও মন্তব্য করেছেন তারা।
খাইরুল বশর পরিবারের পক্ষে দাবি, এই ধরনের খবর সাধারণ পাঠকের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং একজন সাধারণ নাগরিকের সামাজিক অবস্থানকে নষ্ট করছে।
তারা সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও প্রতিবেদকের কাছে অবিলম্বে সংবাদটি প্রত্যাহার এবং প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।