জাহাঙ্গীর আলম চৌধুরী
সিনিয়র স্টাফ রিপোর্টার:
চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ঐতিহ্যবাহী হাফেজ নগর দরবার শরীফের পীর, শাহ্ ছুফি মাওলানা সৈয়দ ফজলুল হক (ক.) শাহজাদা, মাসিক “বরুমতির বাঁকে”র প্রকাশক, মাওলানা সৈয়দ মিনহাজুর রহমান এমএসএস-এর পিতা, গাউছিয়া বায়তুল আনোয়ার মঞ্জিলের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মাওলানা শাহ্ ছুফি সৈয়দ শরীফুল আনোয়ার হাফেজ নগরী (রাহ.) (৬৫) গত ৬ সেপ্টেম্বর (শনিবার) সকালে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও বক্ত, মুরিদ রেখে যান। ৭ সেপ্টেম্বর (রবিবার) বাদে যোহর সাতবাড়িয়া হাফেজ নগর দরবার শরীফ মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।