1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ বোয়ালখালীতে ভোর ৬টায় স্বাস্থ্য কমপ্লেক্সে এসেও আল্ট্রা করতে পারলেন না আয়েশা মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালীতে সড়ক অবরোধ নোয়াখালীতে শ্রমিক দিবস উপলক্ষ্যে জিসপ’র আলোচনা সভা

পীরগাছায় তিন দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও স্টল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

  • প্রকাশিত: বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোঃ হাফিজার রহমান পীরগাছা রংপুর প্রতিনিধিঃ

রংপুরের পীরগাছায় উপজেলা পরিষদ হলরুমে
কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ১০,১১,১২ তারিখ পর্যন্ত ৩ দিন ব্যাপী কৃষি মেলা শেষে বিভিন্ন স্টল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ১২ই জুন বুধবার ভাসমান সব্জী চাষের আওতায় কৃষক ও কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ ও কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। বিভিন্ন স্টল বিজয়ী কৃষক ও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস হাতে তুলে দেয়া হয়।
এর তিন দিন আগে কৃষকের মাঝে বর্ষালী পিঁয়াজের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন ও উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্জয় কুমার সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে পীরগাছা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন এর সভাপতিত্বে সোমবার সকাল ১১ টায়
পীরগাছা উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদেের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি ও শিল্প গবেষক কর্মকর্তা ছাগিরুল ইসলাম ও সহকারী কর্মকর্তা হিসেবে ছিলেন রাশেদ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) ইফতিসাম প্রীতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দিন, উপজেলা জাপা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সুইটি, অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আশাদুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, পীরগাছা ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সৈয়দ সুজা, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হান্নান মন্ডল, প্রেসক্লাবের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক শাহ কামাল ফারুক লাবু, সাবেক সভাপতি এম খোরশেদ আলম, সাবেক সভাপতি তোজাম্মেল হক মুন্সি প্রমূখ।
অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন সহ অন্যান্য কর্মকর্তাগণ কৃষি মেলা উদ্বোধন শেষে কৃষি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট