আমিরুল ইসলাম কবির,
বিশেষ প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী সরকারি হাসপাতালের পুর্ব পাশে অটো চার্জের গুদাম হতে পূর্ব শত্রুতার জের ধরে দুদু মিয়া (৬০) নামে এক ব্যাক্তিকে শ্বাসরোধ করে হত্যা করে গ্যারেজ থেকে ৫টি অটোরিকশা চুরি করে নিয়ে গেছে সশস্ত্র চোররা।
প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা গেছে,পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের ঔষধ ব্যবসায়ী জিল্লু মিয়ার অটো গ্যারেজ থেকে গত কয়েকদিন আগে অটো চুরির ঘটনা ঘটে।
এরই ধারাবাহিকতায় এলাকার চিহ্নিত একদল চোর চক্র ১৩ জুলাই শনিবার দিবাগত রাতে ওই গ্যারেজে পুর্ব পরিকল্পিত ভাবে চুরির জন্য আসে। এসময় নৈশ প্রহরী দুদু মিয়া চুরিতে বাঁধা দিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ৫টি অটোরিকশা চুরি করে নিয়ে যায়।
নিহত দুদু মিয়া (৬০) (ঔষধ ব্যবসায়ী) নূরে আলম জিল্লু নামে এক ব্যক্তির গ্যারেজে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
নিহত দুদু মিয়া (৬০) পলাশবাড়ী পৌর শহরের সুইগ্রামের মৃত আমির আলীর ছেলে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ এম আজমিরুজ্জামান বলেন,এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত