পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী চট্টগ্রাম দক্ষিণ জেলার আয়োজনে, সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ ও মওলা সুলতানপুরী (ক:) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ:) ২৯ আগষ্ট শুক্রবার সকালে পটিয়ায় অনুষ্ঠিত হয়। এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করেন সাতগাছিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মা:)। এতে হাজার হাজার আশেকে রাসূলের উপস্থিতিতে জুলুসটি চক্রশালা গিরিশ চৌধুরী বাজার বাইপাস চত্ত্বর হতে শুরু হয়ে পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসে জমায়েত হয়। অসংখ্য পীর মাশায়েখ, দরবারের আওলাদে পাক, দেশ বরেন্য ওলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ/ বুদ্ধিজীবিদের আলোচনা, তকরীর পেশ শেষে জুমার নামাজ আদায় ও আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে জুলুসের কার্যক্রম সম্পন্ন হয়।
এ উপলক্ষে আয়োজিত আলহাজ্ব নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে ও আবু তৈয়বের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন আশরাফী, চেয়ারম্যান মফজল আহাম্মদ চৌধুরী, ফজল আহমেদ সওদাগর, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, শাহজাদা কিবরিয়া হোসেন আজম, মাওলামা হাফেজ ফারুক, মাওলানা জয়নাল আবেদীন নয়ন, মাওলানা ইয়াসিন খায়েরী, রফিক আহমেদ, আমান উল্লাহ আমিরী, ইন্জিনিয়ার মুহাম্মদ জাকের, ডা: মো: হোসেন, মোহাম্মদ এয়াছিন, সরোয়ার উদ্দীন, কানুন উদ্দীন, হারুনুর রশীদ, আবু নোমান, নাজিম উদ্দীন, আবদুল মান্নান,
মোহাম্মদ লোকমান, ডাক্তার শহীদুল ইসলাম, ইন্জিনিয়ার মুহাম্মদ ফারুক, সাকিব উদ্দিন, জহিরুল ইসলাম জিসান, জিয়াউদ্দিন এরশাদ, হেলাল উদ্দিন, নেয়ামত উল্লাহ, আবদুল বায়েছ, মিজান ও মানিক প্রমুখ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত