1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু হবে অক্টোবরের মাঝামাঝি অন্ধত্বকে জয় করে জীবিকার সন্ধানে আবদুল কাদের সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় বাস চালক নিহত সোনাইমুড়ীতে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা সহকারী জজ না হয়ে রাবির শিক্ষক হলেন লালমনিরহাটের ফাইকা তাহজীবা বোয়ালখালীতে আহলা দরবার শরীফে জশনে জুলুস উম্ম আল কোয়াইনে মিলাদুন্নবী মাহফিলে বক্তারাঃ রাসূল (সা.) এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত-৩, আহত-১০ বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসায় ছবক অনুষ্ঠান

পটিয়া পূর্ব ডাঙ্গাপাড়া জামাল উদ্দিনের বসতভিটা দখলের পাঁয়তারা,থানায় অভিযোগ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১৮ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা: পটিয়া উপজেলার ১৩নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন ৭নং ওয়ার্ড মনির আহমদ সদাগরের বাড়ির মরহুম আব্দুস সবুরের পুত্র মহম্মদ জামাল উদ্দিন নামে এক ব্যাক্তির জায়গা জবর দখল করার পায়তারা চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় মোহাম্মদ জামাল উদ্দিন বাদী হয়ে একই এলাকার মোহাম্মদ লিটন বিরুদ্ধে গত শনিবার ৭ইং সেপ্টেম্বর ২৪ পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে, দায়েলকৃত অভিযোগ সূত্রে জানা যায়,মোহাম্মদ জামাল উদ্দিনের সাথে এলাকার মোহাম্মদ লিটন গঙ্গের মধ্যে বর্ণিত ১নং বিবাদী জামাল উদ্দিনের চাচাতাে ভাই হইলেও সে হাঙ্গামাকারী, জোরজুলুমী, ভূমিদস্য, স্বার্থম্বেষী, মামলাবাজ, অত্যাচারী, অপরের স্বত্ব হরণকারী, বর্বরতাসহ নানা অপকর্ম করার তাহাদের নেশা পেশা। বিগত ছয় মাস পূর্বে আমাদের চাচাতা জেঠাতে ভাই এবং চাচা জেঠা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আমাদের মৌরশীয় জায়গা পরিমাপ করিয়া স্ব-স্ব প্রাপ্ত জায়গা বুঝিয়ে নিয়ে ভােগ দখলরত আছি। বর্ণিত বিবাদীগণ আমার ও আমার ভাইবােনদের মৌরশীয় নিম্ম তপশীলোক্ত ভােগ দখলীয় জায়গা দখল করার জন্য নানান পায়তারা করিয়া আসিতেছে। বর্ণিত ১নং বিবাদী তাহার প্রাপ্তা জায়গা নিজেদের দখলে রাখিয়া তাহারা বিভিন্ন অজুহাত দিয়ে আমাদের প্রাপ্য জায়গা দখল করার জন্য নানান হুমকি ধমকি দিয়া আসিতেছে। উক্ত বিষয়ে স্থানীয়ভাবে বৈঠক করিলে তাহারা বৈঠকে সিদ্ধা্ত অমান্য করিয়া বিভিন্ন হমকি ধমকি দিয়া আসিতেছে। এরই ধারাবাহিকতায় আমার চাচা, জেঠা ও চাচাতাে ভাইদের সম্মতিক্রমে ২৩/০৮/২০২৪ইং তারিখ দুপুর অনুমান ২.০০ ঘটিকার সময় নিম্ম তপশীলোেক্ত জায়গায় ইট, সিমেন্ট, রড, বালি মজুদ করে গুহ নির্মাণ কাজ করার সময় বর্ণিত বিবাদীগণ বেআইনী জনতাবদ্ধে দেশীয় অন্ত্র সন্ত্রে সজ্জিত হইয়া আমার নির্মাণ কাজে বাধা প্রদান করে।

কিন্তু প্রতিপক্ষ বিবাদী মোহাম্মদ লিটন উক্ত বিরোধীয় জায়গায় অনাধিকার প্রবেশ করে জায়গা নিজেদের দখলে নেওয়ার চেষ্টা চালান বলে জামাল উদ্দিনের থানার দায়েরকৃত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট