1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী ভোটে যেকোন ষড়যন্ত্র মোকা মোকাবেলা করতে হবে- ব্যারিস্টার খোকন মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটিয়ার কোলাগাঁওয়ে বিএনপির সমাবেশে এনামুল হক এনাম চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এড. নাজিম উদ্দীনের লিফলেট বিতরণ চন্দনাইশ মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণী সভায় কর্ণেল অলি বর্তমান পরিবর্তনের কারণে ধ্বংসের দিকে যাচ্ছে সমাজ এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ টাকা না দিলে ফাইল ধরে না তহসিলদার সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে জালে আটকা ৯ কেজি ওজনের অজগর সাপ নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তরুণ প্রজন্মের জন্য চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন

পটিয়ার পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে বাওবির ওরিয়েন্টেশন ও বই উৎসব

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৭০ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ

পটিয়ার পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় ব্যাচের ওরিয়েন্টেশন ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ লা আগষ্ট) দুপুরে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ও শিক্ষার্থীদের মাঝে বই উৎসব অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি জসীমুল আনোয়ার খানের সভাপতিত্বে ও আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বিএনপি নেতা সামশুল আনোয়ার খান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. আরেফ উল্লাহ, জঙ্গল খাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক, লাখেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুসুম চৌধুরী, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে, এয়াকুবদন্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৌমেন বড়ুয়া, বিএনপি নেতা হাজী মোহাম্মদ কাইছ, কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদা বেগম, বিএনপি নেতা গাজী রেজাউল করিম, এডহক কমিটির সদস্য মীর জাকের আহমদ, সহকারী প্রধান শিক্ষক সরওয়ার উদ্দিন, বুদ্ধেন্ধু বড়ুয়া, সাবেক সদস্য দেলোয়ার হোসেন খান, শাহেদুল ইসলাম, মুছা আলী, সাজিয়া বেগম, মেরী মল্লিক প্রমুখ।

বই উৎসব অনুষ্ঠানে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে এসএসসি ১ম ও ২য় ব্যাচের বই হাতে তুলে দেন অতিথিরা। এরপর শিক্ষার্থীরা বই উৎসবে মেতে উঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম বলেন, পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে বাউবির এসএসসি প্রোগ্রাম চালু হওয়ার পর থেকেই সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। শিক্ষার্থীরা এখান থেকে এসএসসি পাসের পর পরবর্তী উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন পর্যায়ে আজকে সম্মানের সাথে অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন। কেননা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যাদের প্রাতিষ্ঠানিক লেখাপড়া থেকে দূরে সরে যেতে হয়েছিলো, আজ তারা সকল বাধাকে অতিক্রম করে এসএসসি প্রোগ্রামে ভর্তি হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সবার জন্য উন্মুক্ত, গণমুখী, কর্মমুখী ও জীবনব্যাপী শিক্ষা এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন সবকটি বিদ্যালয়ে বাওবির শিক্ষার্থীরা তাদের মেধার প্রমাণ দিয়ে শিক্ষা জীবন শেষ করে সমাজ রাষ্ট্রে অসামান্য অবদান রেখে চলেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট