1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুজিবুল হক চৌধুরীর মাতা’র ইন্তেকাল সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : সাজ্জা বিএনপির স্মরণ সভায় বক্তারা পটিয়ায় জমি বিরোধে যুবককে মারধরের অভিযোগ পুলিশ সদস্য সম্পৃক্ততার দাবি, আদালতে মামলা বিচারাধীন রাঙ্গুনিয়ায় স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য গোলামানে গাউছুল আজম দস্তগীর সংগঠনের উদ্যোগে দুইদিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন ১৪ আসনে বিএনপি’র প্রার্থী জসীম উদ্দীন আহমেদ’র প্রধান সমন্বয়কারী এম.এ. হাশেম রাজু চন্দনাইশে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল সিএমপি’তে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির  এর পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ২ মিনিটেই ক্যাশবাক্স ভেঙে বোয়ালখালীতে দোকানির দেড় লাখ টাকা চুরি বেতাগী আনজুমানে রহমানিয়ার আর্ন্তজাতিক মানের শিক্ষক প্রশিক্ষণ ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

পটিয়ার পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে বাওবির ওরিয়েন্টেশন ও বই উৎসব

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৯৮ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধিঃ

পটিয়ার পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় ব্যাচের ওরিয়েন্টেশন ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ লা আগষ্ট) দুপুরে বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ও শিক্ষার্থীদের মাঝে বই উৎসব অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি জসীমুল আনোয়ার খানের সভাপতিত্বে ও আজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও বিএনপি নেতা সামশুল আনোয়ার খান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. আরেফ উল্লাহ, জঙ্গল খাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসহাক, লাখেরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুসুম চৌধুরী, হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে, এয়াকুবদন্ডী হুলাইন পাইরোল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৌমেন বড়ুয়া, বিএনপি নেতা হাজী মোহাম্মদ কাইছ, কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদা বেগম, বিএনপি নেতা গাজী রেজাউল করিম, এডহক কমিটির সদস্য মীর জাকের আহমদ, সহকারী প্রধান শিক্ষক সরওয়ার উদ্দিন, বুদ্ধেন্ধু বড়ুয়া, সাবেক সদস্য দেলোয়ার হোসেন খান, শাহেদুল ইসলাম, মুছা আলী, সাজিয়া বেগম, মেরী মল্লিক প্রমুখ।

বই উৎসব অনুষ্ঠানে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে এসএসসি ১ম ও ২য় ব্যাচের বই হাতে তুলে দেন অতিথিরা। এরপর শিক্ষার্থীরা বই উৎসবে মেতে উঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ ফরিদুল আলম বলেন, পিঙ্গলা বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে বাউবির এসএসসি প্রোগ্রাম চালু হওয়ার পর থেকেই সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে। শিক্ষার্থীরা এখান থেকে এসএসসি পাসের পর পরবর্তী উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন পর্যায়ে আজকে সম্মানের সাথে অনেকে প্রতিষ্ঠিত হয়েছেন। কেননা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যাদের প্রাতিষ্ঠানিক লেখাপড়া থেকে দূরে সরে যেতে হয়েছিলো, আজ তারা সকল বাধাকে অতিক্রম করে এসএসসি প্রোগ্রামে ভর্তি হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সবার জন্য উন্মুক্ত, গণমুখী, কর্মমুখী ও জীবনব্যাপী শিক্ষা এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন সবকটি বিদ্যালয়ে বাওবির শিক্ষার্থীরা তাদের মেধার প্রমাণ দিয়ে শিক্ষা জীবন শেষ করে সমাজ রাষ্ট্রে অসামান্য অবদান রেখে চলেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট