1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলো প্রয়াস বোয়ালখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ পরিদর্শন সারাশব্দ ছাড়া এসে পড়ে ওয়াগন ট্রেন, অল্পের জন্য রক্ষা শতশত মানুষের প্রাণ ইসলামী ফ্রন্টের সংবাদ সম্মেলন: আবু নাছের জিলানীর মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। , হ-ত্যাচেষ্টার অভিযোগে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার সহযোগী মো. ফয়সালের বিরুদ্ধে মা-মলা জুলাই জাতীয় সনদের আলোকে গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছে সরকার। সোনাইমুড়ীতে ঝটিকা মিছিল করেছে আ.লীগ কয়েকদিন যাবৎ আওয়ামী ফ্যাসিবাদিরা দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করছে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নাশকতার প্রস্তুতির অভিযোগে বোয়ালখালীতে তিনজন আটক

পটিয়ার দুই উপজেলা  চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বাকবিতন্ডায় হাতাহাতি মারামারি

  • প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি তৃতীয় ধাপে উপজেলার পরিষদ নির্বাচন আগামী ২৯ মে। চট্টগ্রামে পটিয়া উপজেলার নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারি হাতাহাতি ঘটনা ঘটেছে। (১১ মে) শনিবার সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম নগরীর পিটস্টপ রেঁস্তোরার সামনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি ও অপর চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম মহানগর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে। এ ঘর্টনার আগে পটিয়াস্থ দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা প্রার্থীদের নিয়ে সমাঝোতার বৈঠক করেন। একক প্রার্থীর বিষয়ে কেউ কাউকে ছাড় না দেওয়ায় বৈঠকে দলীয় ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে পিটস্টপের সামনে চেয়ারম্যান প্রার্থী বদিউল আলম ও দিদারুল আলমের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দিদারুল আলম চেয়ারম্যান প্রার্থী বদিউল আলম বদির
সাথে মারামারি হাতাহাতি ঘটনায় বদিউল আলম বদির এক অনুসারী দিদারুল আলমকে মারধর করে মাটিতে ফেলে দেন। জানা গেছে, ৬ষ্ঠ ধাপে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে ২৯ মে হবে। এ নির্বাচনে প্রার্থী হয়েছেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, চট্টগ্রাম মহানগর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ও উপজেলা কৃষক লীগ আহবায়ক সৈয়দ নুরুল আবছার। (১২ মে) (রবিবার) প্রত্যাহারের শেষ দিন। এ কারণে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ পটিয়াস্থ নেতৃবৃন্দরা একক প্রার্থীর বিষয়ে (১১ মে) শনিবার বিকেলে সমাঝোতা বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত না হওয়ার দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাতাহাতি মারামারির
ঘটনা ঘটে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ায় উভয়ে মধ্যে বেশ কিছু নেতাকর্মী মারমুর্খী অবস্থান নেয়। সে সময় সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে কোন ঘটনা ঘটেনি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচন পরিবেশ নষ্ট না হয় সে জন্য মনোনয়ন প্রত্যাহার আগে পটিয়ার উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে নগরীর পিটস্টপ রেঁস্তোরার সমঝোতা বৈঠকের আয়োজন করি । বৈঠকে কেউ কাউকে ছাড় না দেওয়ায় একক প্রার্থীর বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে চেয়ারম্যান প্রার্থী বদিউল আলম দলের সিনিয়র নেতাকর্মী নিয়ে গালাগালি করায় অপর চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম প্রতিবাদ করে। এসময় তাদের মধ্যে মারামারি হাতাহাতির ঘটনা ঘটে। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য নাছির উদ্দিন জানান, প্রার্থীদের সমঝোতা বৈঠক শেষে চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম ও বদিউল আলমের মধ্যে হাতাহাতি হয়। মূলত দলের সিনিয়র নেতাদের কে বদিউল আলম গালিগালাজ করায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে দুই চেয়ারম্যান প্রার্থীকে ফোন করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট