1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালী পৌরসভার ২৮ কোটি টাকার বাজেট ঘোষণা বোয়ালখালীতে মাদক বিক্রেতা গ্রেপ্তার সোনাইমুড়ীতে জাল স্বাক্ষরে ৪ জন কারাগারে শিশু ধর্ষণের চেষ্টা, বোয়ালখালীতে বৃদ্ধ গ্রেপ্তার হামলার ভয়ে পালিয়ে ও রক্ষা হলো না! পটিয়ায় এক প্রবাসীর স্ত্রী প্রতিপক্ষের হামলায় আহত বোয়ালখালীতে শ্রীমৎ নির্মলানন্দ গিরি মহারাজ তিরোধান উৎসব সম্পন্ন ‘‘ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে আমাদের করনীয়’’ শীর্ষক গোল টেবিল বৈঠকে বক্তারা ক্ষতিকারক পলিথিন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে পটিয়ায় ভাড়া বাসা থেকে যুবকের ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, ‘তদ’ন্তে পুলিশ পটিয়ায় সুচক্রদন্ডী জগন্নাথ ধামে রথযাত্রা উৎসব পালিত বোয়ালখালীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

পটিয়ার দুই উপজেলা  চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বাকবিতন্ডায় হাতাহাতি মারামারি

  • প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি তৃতীয় ধাপে উপজেলার পরিষদ নির্বাচন আগামী ২৯ মে। চট্টগ্রামে পটিয়া উপজেলার নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মারামারি হাতাহাতি ঘটনা ঘটেছে। (১১ মে) শনিবার সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম নগরীর পিটস্টপ রেঁস্তোরার সামনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি ও অপর চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম মহানগর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের মধ্যে এ মারামারির ঘটনা ঘটে। এ ঘর্টনার আগে পটিয়াস্থ দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা প্রার্থীদের নিয়ে সমাঝোতার বৈঠক করেন। একক প্রার্থীর বিষয়ে কেউ কাউকে ছাড় না দেওয়ায় বৈঠকে দলীয় ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে পিটস্টপের সামনে চেয়ারম্যান প্রার্থী বদিউল আলম ও দিদারুল আলমের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দিদারুল আলম চেয়ারম্যান প্রার্থী বদিউল আলম বদির
সাথে মারামারি হাতাহাতি ঘটনায় বদিউল আলম বদির এক অনুসারী দিদারুল আলমকে মারধর করে মাটিতে ফেলে দেন। জানা গেছে, ৬ষ্ঠ ধাপে পটিয়া উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে ২৯ মে হবে। এ নির্বাচনে প্রার্থী হয়েছেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, কেন্দ্রীয় যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, চট্টগ্রাম মহানগর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ও উপজেলা কৃষক লীগ আহবায়ক সৈয়দ নুরুল আবছার। (১২ মে) (রবিবার) প্রত্যাহারের শেষ দিন। এ কারণে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ পটিয়াস্থ নেতৃবৃন্দরা একক প্রার্থীর বিষয়ে (১১ মে) শনিবার বিকেলে সমাঝোতা বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত না হওয়ার দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাতাহাতি মারামারির
ঘটনা ঘটে। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ায় উভয়ে মধ্যে বেশ কিছু নেতাকর্মী মারমুর্খী অবস্থান নেয়। সে সময় সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে কোন ঘটনা ঘটেনি। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ.ক.ম. শামসুজ্জামান চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, নির্বাচন পরিবেশ নষ্ট না হয় সে জন্য মনোনয়ন প্রত্যাহার আগে পটিয়ার উপজেলার চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে নগরীর পিটস্টপ রেঁস্তোরার সমঝোতা বৈঠকের আয়োজন করি । বৈঠকে কেউ কাউকে ছাড় না দেওয়ায় একক প্রার্থীর বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে চেয়ারম্যান প্রার্থী বদিউল আলম দলের সিনিয়র নেতাকর্মী নিয়ে গালাগালি করায় অপর চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম প্রতিবাদ করে। এসময় তাদের মধ্যে মারামারি হাতাহাতির ঘটনা ঘটে। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য নাছির উদ্দিন জানান, প্রার্থীদের সমঝোতা বৈঠক শেষে চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম ও বদিউল আলমের মধ্যে হাতাহাতি হয়। মূলত দলের সিনিয়র নেতাদের কে বদিউল আলম গালিগালাজ করায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে জানতে দুই চেয়ারম্যান প্রার্থীকে ফোন করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট