অরুন নাথ,পটিয়া(চটগ্রাম)প্রতিনিধি: মহান একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ আজ।
এ উপলক্ষে পটিয়া উপজেলার কুসুমপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারো মাতৃভাষা আন্দোলনে ভাষা শহীদদের স্মরনে বীর শহীদ স্মৃতিসৌধে বিনম্ব্র শ্রদ্ধান্জলী প্রদান সহ এক আলোচনা সভ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা প্রনতি বালা রায় এর সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।
প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা আ:মীলীগ নেতা আলহাজ্ব আবু সুফিয়ান টিপু।
বিশেষ অতিথি ছিলেন অভিভাবক কমিটির সভাপতি ও আ:মীলীগ নেত কাজী মোহাম্মদ মোর্শেদ,সদস্য ও কুসুমপুরা ইউনিয়ন আ:মীলীগ সাধারন সম্পাদক এডভোকেট হোসেন রানা,আবু সুফিয়ান জসীম।
হাজী কামাল উদ্দিন,পরিচলনা কমিটির সদস্য মিজ্নুর রহমান,
শিক্ষক ইছমত আরা,
বিলকিছ আক্তার,সংগীতা বড়ুয়া,কোহিনূর আক্তার,
রমা দেবী,নাসরিন আরা আলম,চিন্ময়ী চৌধুরী,
আকলিমা আক্তার,উৎপল শীল,
অভিজিৎ দত্ত এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত