অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন ও জেকো ফাউন্ডেশন কানাডা নামক প্রকল্পের আওতায় বিনামূল্যে এক চক্ষু চিকিৎসা ক্যাম্প পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন এলকাকার শিক্ষা প্রতিষ্টান প্রিন্সিপাল ফজল আহমেদ স্কুল এন্ড হিফজ্ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত হয়েছে।
রবিবার(১৮ই জানুয়ারী) লায়ন্স অব চিটাগং ভাইস প্রেসিডেন্ট পটিয়া উপজেলার শান্তিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি লায়ন্স লায়ন হাজী নুরুল আলম সওদাগরের সৌজন্যে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারসের আয়োজনে এবং লিও অব চিটাগং ইউনাইটেড স্টারস এর সার্বিক সহযোগিতায় বিনামূল্যের এ চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্টিত হয়েছে।
এসময়ে উপস্হিত ছিলেন লায়ন হাজী নুরুল আলম সওদাগর,লায়ন মহিউদ্দীন চৌধুরী,লায়ন আহমদ নুর,লায়ন ফোরকান উদ্দীন, লিও রাহাত,লিও চিংম্রাউ
মারমা,লিও উখেইমং মারমা,মো: জসীম,নুরুল ইসলাম কালু,হাসেম সওদাগর,খোরশেদ আলম,ইউসুপ শাহ,
সেলিম হাসান,লিও নওশাদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য এ চক্ষু চিকিৎসা ক্যাম্প সকাল ১০টায় শুরু হলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরীব,মেহনতী,নির্ম মধ্যভিও শ্রেনী পেশার নারী-পুরুষ মিলে প্রায় চার শতাধীক মানুষ চক্ষু চিকিৎসাসেবা গ্রহন করেছেন মর্মে সরেজমিন সূত্রে জানা যায়।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত