পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:- পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে
উস্তাদ পাড়া একতা সংঘের ছোট শিশুদের মাঝে ফুটবল উপহার দিলেন কচুয়াই ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী উদীয়মান যুবদল নেতা শেখ জাহাঙ্গীর আলম শাহেদ। গতকাল বিকেলে শেখ শাহেদ ফুটবল উপহার দেন। এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক শেখ শাহেদ, প্রবাসী শেখ মুহাম্মদ কায়সার, প্রবীন কচুয়াই ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হোসেন ,পটিয়া উপজেলার সেচ্চাসেবক দল সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক রুবেল প্রমুখ।
এসময় যুবদল নেতা শেখ জাহাঙ্গীর আলম বলেন, আজকের শিশু আগামী দিনের কর্ণধার। কাজেই শিশুদের শারীরিক, মানসিক বিকাশ অপরিহার্য, কারণ সঠিক পরিচর্যা না হলে তারা হবে অপরিপূর্ণ, অপিরপক্ব, খেলাধুলা,শরীরচর্চা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অগ্রণী ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমেশিশুর চিন্তার সৃজনশীল বিকাশ ঘটে, নেতৃত্বের দক্ষতাঅর্জিত হয়, জয়-পরাজয় মেনে নেওয়ার সাহস বাড়ে,দেশপ্রেম জাগ্রত হয় এবং নৈতিক চরিত্রের বিকাশ ঘটে। শুধু তাই নয়, তাদের মধ্যে অপরাধপ্রবণতা কমে যায়। শেখ মুহাম্মদ জাহাঙ্গীর আলম আরোও বলেন,আজ দেশে যে কিশোর গ্যাং কালচার শুরু হয়েছে, তা রোধ করতে পর্যাপ্ত খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা যে শুধু শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে তাই নয়,একজন খেলোয়াড় শুধু নিজের জন্য নয়, বরং দেশ ও জাতির জন্য সম্মান, পরিচিতি বয়ে আনতে পারে। তিনি দৈনিক জনতা'র প্রতিবেদকে ধন্যবাদ জানান।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত