মুহাম্মদ আকতার উদদীন
ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
পটিয়ায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হযরত আবু বকর সিদ্দিক (রা.) মডেল মাদ্রাসার ছাত্রদের নিয়ে দিন ব্যাপী আনন্দ ভ্রমণ করা হয়।
২৫ আগস্ট (সোমবার ) ক্বলবুল কুরআন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পটিয়া নাহার রিসোর্ট পার্কে মাদ্রাসার অধ্যায়নরত হাফেজ পড়ুয়া ছাত্রদের নিয়ে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ আয়োজন ফ্রিতে রাইড সুবিধা সুইমিংপুল, খেলা-ধুলা। চমৎকার প্রাকৃতিক পরিবেশে আনন্দ দায়ক ভ্রমণে ছাত্ররা পার্কে বসে কুরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও মোনাজাতের মাধ্যমে উপভোগ করেন।
ভ্রমণের কার্যক্রমে উপস্থিত ছিলেন ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি মুহাম্মদ আকতার উদ্দিন, নাহার পার্ক ম্যানেজার নউশাদ, মাওলানা শহিদুল পরিচালক। সহযোগিতায় ছিলেন নাহার পার্ক এন্ড রিসোর্টের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন জনি সহ পার্কের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এই মহতী উদ্যোগের মাধ্যমে হাফেজ শিক্ষার্থীদের মাঝে প্রশান্তি, আনন্দ ও ভ্রাতৃত্ববোধের বিকাশ ঘটে।